ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
ইউনিয়নের নাম: মোল্লারহাটইউনিয়ন পরিষদ।
নলছিটি,ঝালকাঠী।
এ কেন্দ্রের উদ্দেশ্য:
০১।তৃনমূল পর্যায়ে আইসিটির ব্যবহার নিশ্চিত করন।
০২।হাতের নাগালে তথ্য ও সেবা প্রাপ্তি।
০৩।অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
০৪।ইউনিয়ন পরিষদকে বৈচিত্রময় সমৃদ্ধ জ্ঞানভান্ডারে পরিনত করা ।
এখানে যে সকল সেবা পাওয়া যায় ।
০১।ছবি তোলা ও প্রিন্ট করা যায় ।
০২।কম্পিউটার কম্পোজ/টাইপ করা,ফটোকপি করাযায়।
০৩।ইন্টারনেটের ব্যবহার এবং ই-মেইল এর মাধ্যমে চিঠি আদান প্রদান করা যায়।
০৪।অনলাইনের মাধ্যমে ভিসা চেক করা হয়।
০৫।এসকাইফের মাধ্যমে সরাসরি ছবি দেখে কথা বলা যায়।
০৬।সরকারী যাবতীয় ফরম ইন্টানেটের মাধ্যমে সংগ্রহ করা যায়।
০৭।ন্যাশনাল ও ওয়েবপোর্টাল ও অন্যান্য সরকারী ওয়েবপোর্টাল থেকে সরকারী
তথ্য পাওয়া যায়।
০৮।ইলেকট্রিনিক্স জন্ম নিবনধন-(বাংলা/ইংরেজী),নাগরিক সনদপত্র- (বাংলা/ইংরেজী
প্রদান করা হয়।
০৯।ভিজিডি,ভিজিএফ এবং অন্যান্য সুবিধাভোগী কার্ডধারীদের তালিকা পাওয়া যায়।
১০।সরকারী ও পাবলিক পরীক্ষার ফলাফলজানা যায় এবং মার্কসিট বের করা হয়।
১১।সরকারী ও বিভিন্ন বিভাগের কর্মপরিধি জরিপ।
১২।দৈনন্দিন জীবিকা ভিওিক তথ্য যেমন: কৃষি,স্বাস্থসেবা,শিক্ষা,কর্মসংস্থান,আইন,
১৩।কমখরচে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়।
বি:দ্র:বিভিন্ন অনুস্ঠানে ক্যামেরা ও প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস